Khoborerchokh logo

কুষ্টিয়ায় দুলাভাইয়ের হাতে ১৩ বছরের শিশু শ্যালক খুন । 229 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় দুলাভাইয়ের হাতে ১৩ বছরের শিশু শ্যালক খুন ।


কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর দোস্তপাড়ায় এক শিশুকে গলায় ফাঁস ও বস্তা চাপা দিয়ে হত্যা করেছে এক পাষণ্ড। সে সম্পর্কে ওই শিশুর দুলাভাই।  স্থানীয়রা ঘাতক দুলাভাইকে আটক করেছে। নিহত শিশুটির নাম পিয়াস (১৩)। নিহত পিয়াস দোস্তাপাড়ার সুলতান মিস্ত্রীর এক মাত্র ছেলে। আটক শাকিল একই এলাকার বাহাদুরের ছেলে। গত এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শাকিল বিয়ে করে পিয়াসের বোন কে।
গত মঙ্গলবার ২১ এপ্রিল) বিকালে কুষ্টিয়া দোস্তপাড়া ছনি রাইচমিলের গোডাউনে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক শাকিল ওই রাইচমিলের কর্মচারী।
জানা যায়, ঘটনার আগে ওই শিশু পিয়াস আরেক শিশুর সাথে খেলা করছিলো। প্রথমে ডাকে সে ডাকে সারা না দেয়ায় পরে পিয়াসের দুলাভাই তাকে জোর করে ধরে নিয়ে যায়। ওই রাইসমিলের গোডাউনে নিয়ে রশি গলায় পেঁচিয়ে হত্যা করে, বস্তা চাপা দেয়।
 মঙ্গলবার দুপুরে সিদ্দিক, মুনছুর, ও রশিদ তিন জন পাখী ভ্যানের চালক ছনি মিলের গোডাউনে ধানের বস্তা রাখতে গেলে পিয়াশের লাশ দেখে চিৎকার করলে মিল গোডাউনের পাশে পিয়াশের মা বাবা ছুটে এসে দেখে বস্তা বন্দি মৃত লাশ উদ্ধার করে । গলায় প্লাস্টিকের বস্তা সেলাইয়ের সুতলি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।আলামত হিসাবে প্লাস্টিকের দড়ি, বস্তা পুলিশ জব্দ করছে। 
 সে সময় শিশুটির সাথে থাকা অন্য শিশুটি দৌড়ে বাড়ির লোকজনকে জানালে তারা এ ঘটনা দেখতে ঘটনা স্থলে আসে। এ সময় দুলাভাই শাকিল দৌড়ে পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে আটক করে রাখে ।জনতা ঘাতক শাকিল কে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।
 যখন শোরগোল হচ্ছে লাশ নিয়ে তখন ঘাতক দুলাভাই শাকিল দুপুরের খাবার খাচ্ছিল ওই মিলে বসে। সকাল এগারোটায় শাকিল তার এক মাত্র শ্যালক পিয়াস কে বাড়ি থেকে নিজেই ডেকে নিয়ে আসে। উক্ত মিলে শাকিল ধানের তুষ ভাঙানো লেবার হিসাবে কাজ করে। প্রাপ্ত তথ্য জানা গেছে এক বছর আগে নিহত পিয়াশের পিতা সুলতান মিস্ত্রী র পালক কন্যাকে প্রেমে পটিয়ে বিয়ে করে ঘাতক শাকিল। সে খাজানগরের কাতল মারি এলাকার বাহাদুরের ছেলে। কিছুদিন ধরে দাম্পত্য বিরোধ চলছিল তার জের ধরে এ হত্যা কান্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে স্হানীয়রা।
পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ঘাতক দুলাভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com